প্রথমবারের মতো অস্কার কমিটিতে দক্ষিণী তারকা সুরিয়া

বিনোদন ডেস্ক

জুন ৩০, ২০২২, ০১:০৪ এএম

প্রথমবারের মতো অস্কার কমিটিতে দক্ষিণী তারকা সুরিয়া

ভারতীয় দক্ষিণী সিনেমা বিশেষ করে তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুরিয়া। তার অভিনীত ‘সোরারাই পোত্রু’ এবং ‘জয় ভীম’ সিনেমা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি এই অভিনেতা অস্কার কমিটিতে আমন্ত্রিত হয়েছেন। যা দক্ষিণী সিনেমার মধ্যে প্রথম কোনো অভিনেতা আমন্ত্রিত হলেন। 

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২২ সালের জন্য আমন্ত্রিত ৩৯৭ শিল্পীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় সুরিয়ার নাম রয়েছে।

সুরিয়ার গত বছরের তামিল আইনি সিনেমা ‘জয় ভীম’ এর একটি দৃশ্য একাডেমি দৃশ্য বিভাগে অস্কারের ইউটিউব চ্যানেলে এসেছে। একাডেমি টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের বিভাগীয় তালিকা প্রকাশ করার সঙ্গে নতুন সদস্যদের নাম ঘোষণা করেছে। এবার অস্কারের সদস্যপদে যোগ দেয়ার জন্য ৩৯৭ শিল্পী ও নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৯ জুন) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার সম্ভাব্য ৭১ জন অস্কার মনোনীত এবং ১৫ জন বিজয়ী অন্তর্ভুক্ত।

তালিকায় বলিউড অভিনেত্রী কাজলের নামও রয়েছে । আগামী মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিন দশক সম্পূর্ণ হবে কাজলের। ৩৯৭ জন নতুন সদস্যের মধ্যে এই বছর অস্কার কমিটিতে অন্যতম আমন্ত্রিত তিনি।

অভিনেত্রী আমন্ত্রণ পত্র গ্রহণ করলে, পরের বছর ৯৫ তম একাডেমি পুরস্কারের জন্য ভোট দেওয়ার জন্য গণ্য় হবেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে অ্যাকাডেমি কর্তৃক নতুন সদস্যদের তালিকা ঘোষণা করা হয়। নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করেন। 

কাজল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেত্রী যিনি ২০২২ সালের ক্লাসে অস্কার কমিটিতে আমন্ত্রণ পেয়েছেন। আপাতত শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি কাজল। 

বলিউড অভিনেত্রী কাজল, দক্ষিণ ভারতীয় অভিনেতা-প্রযোজক সূর্য এবং পরিচালক-চিত্রনাট্যকার রিমা কাগতি অস্কার কমিটিতে যোগদানের জন্য আমন্ত্রিত ৩৯৭ শিল্পী ও এগজিকিউটিভদের মধ্যে রয়েছেন। সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস সহ আরও অনেক ভারতীয় শিল্পীর নাম রয়েছে এই তালিকায়। 

অ্যাকাডেমি জানিয়েছে, এবারের সদস্যপদের জন্য ৪৪ শতাংশ নারী। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৪টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় গ্রহণ করা হয়েছে ৷

Link copied!