বর্তমানে আমাদের ভাল চলচ্চিত্রের সংকট রয়েছে : নির্মাতা নাজমুল হক বাপ্পী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ০২:৪৫ পিএম

বর্তমানে আমাদের ভাল চলচ্চিত্রের সংকট রয়েছে : নির্মাতা নাজমুল হক বাপ্পী

বাংলাদেশের চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পী। পেইন্টিং এর সাথে নাটক নির্মানেও বেশ নাম করেছেন। মেহজাবীন,অপুর্ব,ইমন,খায়রুল বাসার সহ বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নাটক বানাচ্ছেন তিনি। একি সাথে তিনি ইনিভার্সিটি অফ ডেভলাপমেন্ট অল্টারনেটিভ (ইউডএ )র পেইন্টিং বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন।সমসাময়িক নাটক ও চলচ্চিত্রগুলো নিয়ে কথা বলেন দ্য রিপোর্ট ডট লাইভের সাথে।

দ্য রিপোর্ট : ঈদ ব্যস্ততা কি নিয়ে ছিল?

বাপ্পী : ঈদে পেইন্টিং নিয়ে আমার বেশ ব্যস্ত সময় গেছে। পেইন্টিং এর ব্যস্ততার জন্য নাটক নির্মাণে সময় দিতে পারি নি। তবুও এর ফাকে 'আমি তোমার আকাশ হব'শিরোনামে একটা নাটকের কাজ করেছি।

দ্য রিপোর্ট : পেইন্টিং নাকি নির্মাণে স্বাচ্ছন্দ্য ?

বাপ্পী : পেইন্টিং আর নাটক নির্মাণ দুটাই ক্রিয়েটিভ কাজ। আর আমি ক্রিয়েটিভ কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

দ্য রিপোর্ট : নির্মাতা হিসেবে সিনেমায় বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় কি হতে পারে বলে মনে করেন?

বাপ্পী : এখন সিনেমা ৪ টা চলছে। সেগুলো প্রায় মাস খানি চলবে। দর্শক প্রায় হলমুখী হয়েছে। এই হলমুখী হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি মাসে নতুন সিনেমা লাগবে। বর্তমান আমাদের ইন্ডাষ্টিতে সিনেমার সংকট । এই সিনেমা সংকট দূর হলে আশা করি দুরাবস্থা থেকে পরিত্রাণ পাবে কিছুটা।

দ্য রিপোর্ট : কি ধরনের গল্পে সিনেমা বানানো উচিৎ বলে মনে করেন?

বাপ্পী : আমি যদি সিনেমা বানাই তাহলে আগে দর্শক চাহিদা জরিপ করব। তারপরে সে অনুযায়ী গল্প রেডি করব। কারণ সিনেমার প্রাণ তো দর্শক।

দ্য রিপোর্ট : নাটকে শুটিং সময় স্বল্পতা নিয়ে সমস্যা হয় কি না?

বাপ্পী : আসলে আমি তো নির্মাতা। এই সমস্যা হলেও সেটা মানিয়ে নিয়ে কাজ করি। একদিকে আমাকে প্রডিউসার বাচাতে হবে,অন্য দিকে দর্শকদের চাহিদা। তাই সে সমস্যা মাথায় না নিয়ে কাজ করি।

দ্য রিপোর্ট : ওটিটি নিয়ে আপনার ভাবনা কি?

বাপ্পী : ওটিটি একটা ওয়াল্ড ওয়াইড প্লাটফর্ম। তাই সেখানের কাজ নিয়ে ভাবনার অবকাশ থাকে না। সেখানে সব ধরণের দর্শক থাকে। ভাল কাজ হচ্ছে। আমাদের দেশের শিল্পীরা বেশ ভাল করছে এই জায়গায়। সময় আসুক এই প্লাটফর্মের খুটিনাটি বুঝে নিই। সব ভাল হলে আমি কাজ করব।

Link copied!