ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার জন্মদিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২২, ০১:৩৭ এএম

ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার জন্মদিন

দক্ষিণী ছবি থেকে বলিউড- দাপিয়ে বেড়াচ্ছেন রাশমিকা মান্দানা। তাঁর জনপ্রিয়তাও অন্যান্য স্টারের থেকে আলাদা। মঙ্গলবার ৫ এপ্রিল তাঁর ২৬ তম জন্মদিন।

‘এই চোখ আর চেহারায় স্বপ্ন ও নাটকীয়তা—দুটোই আছে,’ রাশমিকার কথা।

ছবি: ইনস্টাগ্রাম

২০১৪ সালে একটি মডেলিং প্রতিযোগিতা জিতেছিলেন রাশমিকা। এরপরেই প্রফেশনালি মডেলিং করতে শুরু করেন তিনি। এরপর ২০১৬ সালে কন্নড় ছবি কিড়িক পার্টিতে ডেবিউ করেন তিনি। চার কোটি রুপিতে বানানো ওই ছবি ব্যবসা করে ৫০ কোটির ওপরে! ব্যবসার নিরিখে এই ছবি এ যাবৎ সবচেয়ে লাভজনক কন্নড় ছবি।  

পারিশ্রমিক বাড়াচ্ছেন রাশমিকা!

ছবি: ইনস্টাগ্রাম

এখনও অবধি ১৪ টি ছবিতে অভিনয় করেছেন রাশমিকা। তাঁর বেশিরভাগ ছবিই সুপারহিট। তার মধ্যে হালের পুষ্পা বহুল প্রশংসিত একটি। রাশমিকা সেইসব নায়িকাদের মধ্যে একজন যাঁর ছবি কম সময়ে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। পুষ্পার সাফল্যের পর সারা দেশে বেড়েছে রাশমিকার জনপ্রিয়তা। আগামী হিন্দি ছবি অ্যানিমালে রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই লাস্যময়ী। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ও অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুড বাই' ছবিতেও দেখা যাবে তাঁকে।

ছবি: ইনস্টাগ্রাম

বর্তমানে এক একটি ছবির জন্য রাশমিকার পারিশ্রমিক ৩-৪ কোটি টাকা। মুম্বই, গোয়া, বেঙ্গুলুরু, কুর্গ ও হায়দ্রাবাদে নিজস্ব বাড়ি আছে রশ্মিকার। কখনও কাজের সূত্রে কখনও বা ছুটি কাটাতে সেসব ভিলায় যান নায়িকা। তবে শুধু বাড়িই নয়, তাঁর গাড়ির কালেকশনও নজরকাড়া। এখনও অবধি চারটি গাড়ি কিনেছেন নায়িকা। সবমিলিয়ে মাত্র ২৬ বছর বয়সেই ৩৫ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই নায়িকা। বিপুল জনপ্রিয়তার কারণে তাঁকে বলা হয় ভারতের ‘জাতীয় ক্রাশ’।

Link copied!