‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:৫৭ পিএম

‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের মরদেহ উদ্ধার

বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত মারা গেছেন। বুধবার সকালে উদ্ধার হয় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে কলকাতায় ছিলেন সুজন। সার্ভে পার্ক থানার কাছে বহুতল ‘উদিতা’য় তাঁর  ফ্ল্যাট রয়েছে। কীভাবে মৃত্যু হলো লেখকের, তা খতিয়ে দেখছেন তাঁরা।

হিন্দুস্তান টাইমস বাংলা প্রতিবেদনে জানাচ্ছে, বুধবার সকালে পরিচারিকা এসে সুজন দাশগুপ্তর ফ্ল্যাটে বারবার কড়া নাড়লেও সাড়া দেননি তিনি। এরপরেই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন পরিচারিকা। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাথরুমের সামনের শোয়ার ঘরের মেঝে থেকে উদ্ধার হয় লেখকের নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

‘একেনবাবু’র পাশাপাশি একাধিক বই লিখেছেন সুজন। সেগুলির মধ্যে ‘ম্যানহ্যাটনে মুনস্টোন’, ‘ঢাকা রহস্য উন্মোচিত’, ‘খুনের আগে খুন’ অন্যতম।

সুজন দাশগুপ্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবারও। শোকাহত তার লেখার হাজারও অনুরাগী।

Link copied!