অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্থগিত হয়েছিল। টসের পর জানা যায় কোনো উইন্ডিজ স্টাফ করোনা পজিটিভ। সবাই হোটেলে চলে যান। এরপর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, টিভি সম্প্রচার ও সংবাদকর্মীদের কোভিড টেস্ট হয়। সবাই নেগেটিভ হয়েছেন। ফলে আজ অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়তো হবে। কিন্তু স্থগিত হওয়া দ্বিতীয় ম্যাচ নিয়ে সিদ্ধান্ত হয়নি।
আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ম্যাচ। পয়েন্ট একটা ব্যাপার। ২০২৩ বিশ্বকাপে সরাসরি যাওয়ার ব্যাপার জড়িয়ে এখানে। এখন দ্বিতীয় ম্যাচ নিয়ে কিছু করার নেই। কারণ ২৭ জুলাই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া ২৫ জুলাই ওয়ানডে খেলে। ৩ দিন বিশ্রাম নিয়ে বিশেষ বিমানে ঢাকায় আসবে। বাংলাদেশের সঙ্গে তাদের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।