সাকিবের লক্ষ্য শ্রীলংকার সিরিজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৭:০৯ পিএম

সাকিবের লক্ষ্য শ্রীলংকার সিরিজ

 

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন  টেস্ট সিরিজে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে অনুষ্ঠেয়  সিরিজে অবশ্যই খেলবেন বলে জানিয়েছেন সাকিব।

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর আজ সাকিব বলেন, ‘আমি মনে করি না, এটা নিয়ে সন্দেহ করার কোন কারণ ছিল (শ্রীলংকা সিরিজ)। হ্যাঁ, যদি জরুরী অবস্থা হতো, তবে ব্যাপারটা ভিন্ন হতো। তবে আমি অবশ্যই খেলবো।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজে খেলেননি সাকিব। একই কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল।

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কারণ নির্বাচকদের জানতে হবে, সিরিজে খেলার জন্য তাকে পাওয়া যাবে কি-না।

অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন সাকিব। মানসিক অবসাদের কারনে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছুটি দেয়া হয়েছিলো সাকিবকে। তার সিদ্বান্তে অসন্তুষ্ট ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তার ছুটি মঞ্জুরি করার কোন ইচ্ছা ছিলো না তার।

পরে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নেন সাকিব।

Link copied!