অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৪, ১১:৫৪ এএম

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক স্মিথ

স্টিভেন স্মিথ ওয়ানডে অধিনায়ক হলেন আবার। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দায়িত্ব পালন করবেন। ২০১৮ সালে বল বিকৃতির সাথে জড়িত থাকার কারনে অধিনায়কত্ব হারান স্মিথ। এরপর গত বছর ভারত সফরে মায়ের মৃত্যুতে কামিন্স দেশে ফিরে গেলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন স্মিথ।
আগামী ১৭ জানুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট, ২ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ৯ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ও মিচেল মার্শকে। ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন স্মিথ। 

Link copied!