চলে গেলেন বাংলাদেশকে সাফ জেতানো কোচ জর্জ কোটান

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১০:৪৮ পিএম

চলে গেলেন বাংলাদেশকে সাফ জেতানো কোচ জর্জ কোটান

জর্জ কোটান।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০০০ সালে সেই প্রথম ঢাকায় পা রাখেন জর্জ কোটান। তার অধীনে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতে বাংলাদেশ।

সেই কোটান এখন শুধুই স্মৃতি! দীর্ঘ অসুস্থতায় ভুগে ২৫ সেপ্টেম্বর তিনি পরপারে পাড়ি জমিয়েছেন, গতকাল তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এমনই খবর।

আজ বৃহস্পতিবার সকালে ২০০৩ সাফজয়ী দলের সদস্য বিপ্লব ভট্টাচার্যও ফেসবুকে লিখেছেন তাঁর প্রিয় কোচের চলে যাওয়া নিয়ে। ‘ফেসবুকের এই অ্যাকাউন্টটা থেকে উনার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হতো। আজ সকালে উঠে সেখানেই পেলাম উনার মৃত্যু খবর। মনটা ভারী হয়ে আছে। সত্যি বলতে কোটানের কাছেই শিখেছিলাম, একটা দল হয়ে কী করে খেলতে হয়। কী করে সতীর্থকে উৎসাহিত করতে হয় ভালো খেলার জন্য।’

বাংলাদেশের ফুটবলের সঙ্গে জর্জ দায়িত্ব সম্পর্কটা বেশ নিবিড়। ২০০৩ সালে তার অধীনেই এসেছে সাফ ফুটবলের একমাত্র শিরোপা। এরপর ওই বছরই মুক্তিযোদ্ধার দায়িত্ব নিয়ে ক্লাবটিকে ফেডারেশন কাপ জেতান এই কোচ। পরবর্তীতে ২০০৯-১০ সালে ছিলেন পাকিস্তানের কোচও। তবে ভুলে যাননি বাংলাদেশকে।

২০১৪ সালে ফের কোটান ঢাকায় আসেন আবহানীর কোচ হয়ে। সেবার কিছুদিন থেকেই ঢাকা ছাড়লেও পরে সঙ্গে স্ত্রীকে নিয়ে ফের ঢাকায় আসেন তিনি। দায়িত্ব পালন করেন ২০১৬ সাল পর্যন্ত। 

Link copied!