ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:২৮ পিএম
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড (পুরুষ ফুটবলার) পাওয়ার লড়াইয়ে এবারও আছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হালান্ডও লড়াইয়ে।
এবার মেসির পাওয়ার সম্ভাবনা বেশ কম। আগের বার পেয়েছেন। কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। আবার কোপা আমেরিকাও হাতে এসেছে তার।
এদিকে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী কোচ পেপ গার্দিওলা ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। এই তালিকায় তার সাথে আরো আছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি ও ৩৩ বছর পর নাপোলিকে সিরি-এ শিরোপা উপহার দেয়া কোচ লুসিয়ানো স্পালেত্তি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা আজ এই ঘোষনা দিয়েছে।
আগামী ১৫ জানুয়ারি লন্ডনে বিজয়ীর নাম ঘোষনা করা হবে।