বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ

ভারতের দলে ঋশভ পান্ট

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:২৭ পিএম

ভারতের দলে ঋশভ পান্ট

ভারতের টেস্ট দলে ঋশভ পান্ট। ছবি : এক্স

বাংলাদেশ ও ভারত ২ টেস্টের সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে। সে টেস্টের দল ঘোষণা করেছে ভারত। এই টেস্ট দলে ‍উইকেটকিপার ব্যাটসম্যান ঋশভ পান্ট রয়েছেন।

২৭ সেপ্টেম্বর পরের টেস্টটি রয়েছে কানপুরে। সে টেস্টের দল এখনও ভারত ঘোষণা করেনি। সেটা দেবে তারা। বাংলাদেশ পাকিস্তানকে ২-০ তে হারিয়েছে। সামনে বড় সুযোগ ভারতের সঙ্গে। 

ভারতের টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), জশওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ‍ঋশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল। 

Link copied!