ওয়েস্ট ইন্ডিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন শামার জোসেফ। আর প্রথম বলেই আউট করেন স্টিভেন স্মিথকে। স্মিথ এ ম্যাচে ওপেনিং করেন। ১২ রানে আউট হন তিনি।
অভিষেক টেস্টের প্রথম ডেলিভারিতেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্মিথকে আউট করেন শামার। বিশে^র ২৩তম ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে অভিষেক ডেলিভারিতে উইকেট নিলেন শামার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ও সর্বশেষ ১৯৩৯ সালে ওভালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি পেসার টাইরেল জনসন। ৮৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বোলার হিসেবে শামার অভিষেকে ডেলিভারিতে উইকেট নেওয়ার নজির গড়লেন।
সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে নেমে ১৩৩ রানে ৯ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেটে কেমার রোচকে নিয়ে ৫৫ রান যোগ করেন শামার। ৩টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৩৬ রান করেন তিনি। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫৯ রান করেছে অস্ট্রেলিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ১২৯ রানে পিছিয়ে অসিরা। ৬ ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন শামার।