শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য ৮ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি একথা জানিয়েছেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন। ক্রিকেটার তাসকিন আহমেদ এই তালিকায় রয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩- প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পুরস্কার বিজয়ীদের নাম গোষনা করেন।
পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পাচ্ছেন যারা:
১। আজীবন সম্মাননা : আবদুস সাদেক।
২। খেলোয়াড়/ক্রীড়াবিদ : সাবিনা খাতুন , তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩। উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম
৪। ক্রীড়া সংগঠক : মালা রানী সরকার, ফজলুল ইসলাম।
৫। ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন
৬। ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)
৭। ক্রীড়া সাংবাদিক : খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ
৮। ক্রীড়া ধারাভাষ্যকার : আতাহার আলী খান।