অনলাইন জুয়ার অ্যাপে বিজ্ঞাপন

শচিনের বাড়ি ঘেরাও

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩১, ২০২৩, ০৮:৫৮ পিএম

শচিনের বাড়ি ঘেরাও

তোপের মুখে রয়েছেন ভারতের ক্রিকেট কিংবন্তি শচিন টেন্ডুলকার। একটি বিজ্ঞাপনের কারণে তোপের মুখে পড়েছেন ১০০ সেঞ্চুরির মালিক। তার করা বিজ্ঞাপনটি অনলাইন বেটিং (জুয়া) অ্যাপের হওয়াতেই বিক্ষোভকারীদের এত আপত্তি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি শচিন টিএম ফার্স্ট গেমস নামে একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন। 

যা নিয়ে বিক্ষোভে নেমেছেন মহারাষ্ট্রের নির্দলীয় সংসদ সদস্য বাচ্চু কাদুর সমর্থকরা। মুম্বাইয়ে শচীনের বাড়ির সামনে জড়ো হয়ে তারা বলছেন, ফ্যান্টাসি  গেমিংয়ের পেছনে আসলে জুয়ার প্রচারণা চলছে। শচীনকে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে সাবেক এই তারকা ক্রিকেটার কোনো মন্তব্য করেননি। 

শচিন টেন্ডুলকারকে একটি নোটিশ পাঠিয়েছেন বিধায়ক বাচ্চু। যেখানে তিনি ভারতরত্ন শচিনকে নিয়ম মেনে চলার আহবান জানান। এরপর কোনো উত্তর না মেলায় বিক্ষোভের নামে তার সমর্থকরা। বিষয়টি নিয়ে তারা শচিনের বিরুদ্ধে আদালতেও যাবেন বলে জানান। পরবর্তীতে বিক্ষোভকারীদের বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

Link copied!