সাকিবরা শ্রীলংকায় পৌঁছে গেছেন

তাসকিনের আশা

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ০৭:৫৭ পিএম

তাসকিনের আশা

নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে এশিয়া কাপ  শিরোপা জয় সম্ভব মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ফরম্যাটে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ দল।   তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের দেখা পেলেও ২০১৯ সালে প্রথম বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল টাইগাররা।
তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সাফল্যের দেখা পায়নি টাইগাররা। 
এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী তাসকিন। তিনি জানান, অতীতে বাংলাদেশের কোন দল যা অর্জন করতে পারেনি এবার তারা সেটাই করে দেখাতে চান। 
এশিয়া কাপ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দলের সাথে দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান টার্গেট এশিয়া কাপের ফাইনাল এবং আমার  বিশ্বাস, আমরা করতে পারবো।’

এদিকে তাসকিন ও সাকিব আল হাসানরা পৌঁছে গেছেন শ্রীলংকা। আর স্বপ্নের শিরোপা জয়ের মিশনে সোমবার তারা হয়তো অনুশীলনে নেমে যাবেন। 

Link copied!