তাসকিন আহমেদের সোল্ডারে ব্যথা রয়েছে। সেজন্য তিনি ভারতের ম্যাচে খেলতে পারেননি। তার বদলে হাসান মাহমুদ খেলেছেন।
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ। সাকিব আল হাসানের ইনজুরি সম্পর্কে পুরোটা জানা যাচ্ছে না। কোন পর্যায়ে আছে তার চোট। ফলে তিনিও অনিশ্চিত।
তাসকিনের বল করতে সমস্যা হয়েছে। ব্যথা আছে। রিকভার করতে কিছুটা সময় লাগবে। এখন আর ১দিনের মধ্যে সুস্থ হতে হবে তাকে।
বাংলাদেশ ৪ ম্যাচের ৩টিতে হেরেছে। আফগানিস্তানের সাথে তারা জিতেছে শুধু।