লংকা প্রিমিয়ার লিগ

অনিশ্চিত তাসকিন

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০৭:৪২ পিএম

অনিশ্চিত তাসকিন

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ আসরের আগে কাজের চাপ বিবেচনায় শ্রীলংকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টিতে খেলতে  পেসার তাসকিন আহমেদের  অনাপত্তিপত্র পাবার সম্ভাবনা ক্ষীন।
বর্তমানে জিম-আফ্রো টি-টেন লিগে খেলা তাসকিনের সাথে যোগাযোগ করেছিলো এলপিএলর দল ডাম্বুলা আউরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন অনাপত্তিপত্র পাওয়ায় এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে পেসার শরিফুল ইসলাম এবং বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন ব্যাটার তাওহিদ হৃদয়। 
আজ নিজামউদ্দিন বলেন, ‘অতীতে আমাদের নিয়ম ছিল, বছরে সর্বোচ্চ দু’টি বিদেশী লিগে খেলোয়াড়দের খেলার অনুমতি দেয়া। কিন্তু বর্তমানে ঘরোয়া লিগগুলো যেভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে লিগের সংখ্যার চেয়ে কাজের চাপকে বিবেচনায় নেয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গন এবং ভবিষ্যত টুর্নামেন্টে অংশগ্রহণও আরেকটি বিষয়। আমরা সেসব বিষয় বিবেচনা করেই ছাড়পত্র দিচ্ছি। তাসকিন এখনও এলপিএলের জন্য বিবেচনাধীন। সাম্প্রতিক সময়ে তার অংশগ্রহণ ও কাজের চাপ বিবেচনা করে তাকে নিয়ে ভিন্নভাবে ভাবতে পারি আমরা। অন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়া হয়েছে।’
 

Link copied!