সুমন খানের করার ইনিংসের শেষ ওভারের প্রথম বল। মিড উইকেটে খেলে ভোঁ দৌড় দিলেন অমিত হাসান। দুই রান নিয়ে পৌঁছে যান তিনি অঙ্কের ম্যাজিক ফিগারে। আর তাতেই খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পেয়ে যান লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১৩৩ বলে সেঞ্চুরিটি হাঁকান অমিত। বুধবার (১৬ মার্চ) বিকেএসপির ৩ নাম্বার মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে অমিতের সেঞ্চুরিতে ভর করে ২২১ রান করে খেলাঘর।
ওপেনার পিনাক ঘোষ ৪ রান করে সাজঘরে ফিরলে ইনিংসের পঞ্চম ওভারে ক্রিজে আসেন অমিত। থাকেন একাবারে শেষ পর্যন্ত। তার সেঞ্চুরির ইনিংসে চারের মার ছিল ১২টি। ১৩৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন অমিত। তার সঙ্গে আব্দুর রশিদ ১ রানে অপরাজিত ছিলেন।
অমিত ছাড়া খেলাঘরের আর কারো ব্যাট ঠিকমতো কথা বলেনি। ভারতীয় ব্যাটসম্যান আশোক ম্যানেরিয়া করেন ৩২ রান। ৩০ রান আসে মাসুম খান টুটুলের ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি।
এর আগে ৮টি লিস্ট এ ম্যাচ খেলা অমিতের কোনো ফিফটিও ছিল না। সর্বোচ্চ আসে ৪৩ রান। এই ৮ ম্যাচে ১৮.৬৬ গড়ে অমিত ১১২ রান। আজ ছাড়িয়ে গেলেন নিজেকেই। প্রথম ফিফটির আগেই পেলেন সেঞ্চুরি।
শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইফ হাসান। ১০ ওভারে ৩৬ রান দিয়ে এই উইকেটগুলো পান তিনি। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২ উইকেট।