মাস্কাটে গতকাল ভোরে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট দল। আর কাল এক দিনের কোয়ারেন্টিন ছিল। সেটা সম্পন্ন হয়েছে। আজ ওমানের মাস্কাটে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। আর লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করা।
দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের জন্য দুবাইয়ে যাবার আগে আজ থেকে অনুশীলন শুরু করছে তারা। শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো ওমানে আসবে টাইগাররা। গ্রুপ ‘বি’তে যৌথ আয়োজক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে তারা।
বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড-যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।
প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলে সুপার ১২তে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। তখন আবারো আরব আমিরাত যাবে টাইগাররা।