বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারো প্রেসিডেন্ট হলেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। ভোটের ফল ঘোষণার পর কথা বলেন বিসিবির বস। প্রত্যাশিতভাবে তিনিই হয়েছেন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমকে যা বললেন তিনি-
‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। কোথাও কোথাও ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে দেখি যে অনেকে ভোট দিতে আসে না, তাদের মতামত আমরা পাই না। এই নির্বাচনে অলমোস্ট সব ভোট কাস্ট হয়েছে।
নির্বাচন কাকে বলে ….আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে দেখি নাই। গত দুবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ছিল এটা তে কোন সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিয়েছে এটাই হল বড় কথা। তবে আরো খুশি হতাম যদি আরো অনেক অংশগ্রহণ থাকতো, আরো অনেক ভাল ভাল ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত লোক আছে। যাদেরকে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত এরকম অনেকেই আসে নাই (নির্বাচনে) আসতে পারত কিন্তু আসে নাই। এটা আমার মনে হয়। হতে পারে এটা প্রথম নির্বাচন বলে তারা একটু সন্দিহান ছিল কিন্তু সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে এটাই আমি চাই।
এটা অত্যন্ত আমার জন্য ভাল অভিজ্ঞতা কারণ সত্যি কথা বলতে যে পরিমাণ ভোট ছিল, কিছু আন্দাজ করা যায়, ৩০ ভাগ আন্দাজ করা যায় যে কে কোথায় দিবে বাকি ৭০ ভাগ ভোটারের ওপর। এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে যারা পাশ করেছে তাদের ওপর। এর চেয়ে বড় কথা পুরাতন যারা তারা সকলেই পাশ করেছে।
আগে যে বোর্ড ছিল সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয় নাই। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোন কারণ নেই। প্যানেল না দেয়ার কারণটাই হল এটা। প্যানেল যদি থাকত তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হবে কিনা। এখন তো সেটা না, যে জিতবে সেটাই প্যানেল।’