টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ওপেনার নাইম শেখ। ইতোমধ্যে বাছাই ও মূল পর্বে ফিফটি করেছেন ১টি করে। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচ। সে ম্যাচের আগে নাইমই বাজির ঘোড়া সেটা বলতেই হচ্ছে। কারণ দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
একটি ভিডিও বার্তায় কথাও বলেছেন। সেখানে তিনি আশার কথা বলেছেন। আর আসলেই আগামীকালও ফর্মে থাকা নাইমের ব্যাটে তাকিয়ে থাকবে সব চোখ। নাইম বলেছেন,‘ দুবাই ওমানের কন্ডিশন সিমিলার। অনেক দিন এখানে আছি আমরা। তো এখানে আমরা কন্ডিশনের সঙ্গে অনেকটাই অ্যাডজাস্ট করেছি। আমারা কাল কোন একটা মিসটেকের কারণে জিততে পারিনি ইনশাআল্লাহ আমাদের ফোকাস থাকবে সামনের ম্যাচগুলোতে যেন তিনটা ডিপার্টমেন্টে ভাল করতে পারি।
উইকেটের আচরণ নিয়ে দ্বিধায় নাইম। তিনি আরো যোগ করেন,‘শুরুতে তো উইকেট বোঝা যায়না। উইকেট অ্যাসেস করে কিভাবে খেলবো বা কি টার্গেটে খেলবো সেটা ঠিক করতে হয়, কোন স্কোর ভাল সেটা দেখতে হয়। যখন শুরুতে ভাল শুরু পেলাম তখন আমি, সাকিব ভাই, মুশফিক ভাই মিলে অ্যাসেস করে বুঝতে চেষ্টা করলাম ও উএকট বুঝে রান করার চেষ্টা করেছি যে এ উইকেটে কত রান করলে ডিফেন্ড করতে পারব। তো আমরা কাল যে রান করেছিলাম সেটা ডিফেন্ড করার মতো।
রানের প্রচন্ড ক্ষুধা রয়েছে নাইমের। এই ব্যাপারে,‘ আসলে সবসময়ই আমি চাই রান করতে। রান করলে যে কোন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বেশি থাকে। কোন ইভেন্ট থাকলে তো আমার বেশি ফোকাস থাকে। আন্তর্জাতিক থেকে ঘরোয়া ইভেন্টে ফোকাসটা বেশি রাখতে হয় ধারাবাহিক রান করার জন্য। আসলে প্রতি ব্যাটসম্যানেরই ব্যাক্তিগত পরিকল্পনা থাকে। সেরকম আমারও আছে। আর উইকেট দেখেই তো অবশ্যই খেলতে হয়। উইকেট, কন্ডিশন দেখে নিজের পরিকল্পনার সঙ্গে অ্যাডজাস্ট করে এরপর ব্যাটিং করতে হয়।