করোনায় আক্রান্ত সাকিব, খেলছেন না প্রথম টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

মে ১১, ২০২২, ০১:৪২ এএম

করোনায় আক্রান্ত সাকিব, খেলছেন না প্রথম টেস্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, “সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।”

আগামী ১৫ মে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। এই টেস্টে তার অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে তিনি খেলবেন না বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।

মনজুর হোসেন বলেন, “সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে।”

Link copied!