ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০১:১৯ পিএম

ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

নিউজিল্যান্ড সিরিজ শেষ জয়ের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকেই।

বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, জয়কে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।

নিউজিল্যান্ডে এখন দলের সঙ্গে থাকবেন তিনি। তবে সেরে উঠতে সময় লাগবে বিধায় তিনি হয়তো ৯ জানুয়ারি অনুষ্ঠেয় ক্রাইস্টচার্চ টেস্টেও খেলতে পারছেন না। 

Link copied!