টেনিস র্যাংকিংয়ের শীর্ষ তারকা নোভাক জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেন জিতলেন রাফায়েল নাদাল। এটি তার ১০তম শিরোপা জয়। ফাইনালে জকোভিচকে ৭-৫,১-৬,৬-৩ গেমে হারিয়েছেন নাদাল। এছাড়া জকোভিচ ৩৬টি এটিপি মাস্টার্স মানের শিরোপা জিতেছিলেন। নাদাল সেই রেকর্ডও স্পর্শ করেছেন।
ফরাসি ওপেন (গ্র্যান্ড স্লাম) শুরু হবে ২৪ মে। ক্লে কোর্টের রাজা বলা হয় নাদালকে। এই আসরের আগে এমন জয় নাদালের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। নাদাল ২০০৫ সালে প্রথম ইতিলিয়ান ওপেন জিতেছিলেন। ৩৪ বছর বয়সেও আবার জিতলেন এই শিরোপা।