জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসর শুরুর দেড়গোড়ায়। প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ (২০ জুলাই) রাত ১১টাই খেলাটি মাঠে গড়াবে।
জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। বাংলাদেশ থেকে দল পাওয়া মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসের হয়ে।
আজ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। ম্যাচ শুরুর আগে হবে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন।
পরে টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি বিকেল ৫টায় ও শেষটি হবে সন্ধ্যা ৭টায়। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমেনেটেরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।
সূচি নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি খুবই উচ্ছ্বসিত, ‘জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্ছমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে।’
টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন, ‘আমরা এই সময়সূচী ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের একটি যুগান্তকারী মুহূর্তে উপহার দেবে। টি-টেন যাত্রার গতি এবং বিনোদিত করা অব্যাহত রেখেছে। আমরা হারারে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি।’
ম্যাচের সূচি
২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত ১১টা
২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাড়ে ৬টা
২১ জুলাই- জোবার্গ বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২১ জুলাই- হারারে বনাম কেপটাউন, রাত সাড়ে ১০টা
২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা সাড়ে ৬টা
২২ জুলাই- কেপটাউন বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২২ জুলাই- জোবার্গ বনাম হারারে, রাত সাড়ে ১০টা
২৩ জুলাই- জোবার্গ বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৩ জুলাই- হারারে বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৪ জুলাই- জোবার্গ বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৫ জুলাই- বুলাওয়ে বনাম ডারবান, রাত সাড়ে ৮টা
২৫ জুলাই- হারারে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৬ জুলাই- ডারবান বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত সাড়ে ৮টা
২৭ জুলাই- কেপটাউন বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা সাড়ে ৬টা
২৮ জুলাই- এলিমিনেটর, রাত সাড়ে ৮টা
২৮ জুলাই- দ্বিতীয় কোয়ালিফায়ার, রাত সাড়ে ১০টা
২৯ জুলাই- ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা।