জিম-আফ্রো টি-টেন লিগে আরও একবার বল হাতে আলো ছড়ালেন তাসকিন আহমেদ। অন্যান্য দিনের চেয়ে কিছুটা খরুচে হলেও বুলাওয়ে ব্রেভসের হয়ে বুধবার (২৬ জুলাই) জোড়া উইকেট শিকার করেছেন তিনি। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে দল পেয়েছে ৩ রানের কষ্টার্জিত জয়।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান জড়ো করে বুলাওয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ইনোসেন্ট কাইয়া। ৩১ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া বিউ ওয়েবস্টার ৮ বলে ২৩ রানের ক্যামিও খেলে ছিলেন অপরাজিত। রায়ান বার্ল ও অধিনায়ক সিকান্দার রাজা দুজনই ১৯ রান করে করেন।
তাসকিনের হাতে যথারীতি ইনিংসের প্রথম ওভার তুলে দেন রাজা। শুরুটা দারুণ করলেও শেষ ২ বলে একটি চার ও একটি ছক্কা হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। সেই ওভারে তাসকিন খরচ করেন মোট ১১ রান। আবারও বল হাতে নেন ৫ম ওভারে। এবারও চড়াও হন গুরবাজ, প্রথম তিন বলে হাঁকান টানা দুই চার আর একটি ছক্কা। তবে চতুর্থ বলে গুরবাজকে শিকার করেন তাসকিন। পরের বলে সাজঘরে ফেরান ম্যাথু ব্রিজকে। তাসকিনের জোড়া উইকেট শিকারে লড়াইয়ে ফেরে দল।
১৮ বলে ৪৫ রান করা গুরবাজ তাসকিনের শিকায় হয়ে ফেরার পর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। শেষদিকে ভানুকা রাজাপক্ষে ও করিম জানাত ক্যামিও ইনিংস খেললেও নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান দাঁড়ায় দলের সংগ্রহ। এতে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন তাসকিনরা।