নাইট রাইডার্সের ভিডিওতে সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৯:৫৬ এএম

নাইট রাইডার্সের ভিডিওতে সাকিব

বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। কলকাতার হয়ে আইপিএলে খেলছেন সাকিব। সাকিবকে নিয়ে করা  ২৯ সেকেন্ডের ভিডির ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে- ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগো ভাগো, বাঘ আসলো।’ ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও এমনটি ছন্দ ছিলো। 

করোনার কারনে ভারতে মাটিতে আইপিএলের চর্তুদশ আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্বান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  স্থগিত হওয়া আইপিএলের বাকী অংশ মরুরদেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। 

আইপিএলের বাকী অংশে কলকাতার হয়ে খেলবেন সাকিব। তাই সাকিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব। 

চর্তুদশ আসরের জন্য হওয়া নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিলো কলকাতা। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট নেন তিনি। পারফরম্যান্স খারাপ থাকায় পরের চার ম্যাচে একাদশের বাইরে ছিলেন সাকিব।

৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস। 

Link copied!