দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই শেষে হার মানলেন ফুটবল মাঠের লড়াইয়ের রাজা পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে হলো ফুটবল নক্ষত্রের পতন। ব্রাজিল কিংবদন্তির মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শোকগ্রস্ত ফুটবল বিশ্বের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পেলের মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও।
ফুটবল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইঁয়া ফুটবল কিংবদন্তী পেলের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন।
ক্রিকেটাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। পেলের একটি ছবি শেয়ার করে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’
এছাড়াও তাসকিন আহমেদ লিখেছেন, রেস্ট ইন পিস পেলে।
আতহার আলী পেলের আত্মজীবনীসহ নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন বিশ্বাস করতে পারছেন না পেলে আর নেই।
ফুটবলের রাজা পেলের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বর্তমান ও সাবেক অনেক তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো পেলের পরিবার ও ব্রাজিলের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লেখেন, পেলেকে কখনো ভোলা যাবে না; তাঁর স্মৃতি চিরদিন বেঁচে থাকবে ফুটবলপ্রেমীদের মাঝে।
পোলিশ তারকা লেওয়ান্ডোভস্কি লেখেন, স্বর্গ একটি নতুন নক্ষত্র পেল, আর ফুটবল দুনিয়া হারাল একজন নায়ককে। এছাড়াও আর্লিং হালান্ড, ইংলিশ ফুটবলার হ্যারি কেইন, সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনির মতো তারকারাও পেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন।
ফিফা তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে পেলেকে নিয়ে পোস্ট করেছে। নিজের টুইটার অ্যাকাউন্টে পেলের ছবিসহ আবেগঘন এক পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। এছাড়া জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট লিখেছেন, বিশ্রামে থাকুন রাজা পেলে।