প্রতিরোধের পর হারের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৪:০২ পিএম

প্রতিরোধের পর হারের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভাল লড়াই করেছে। প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট হয় তারা। আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে বাংলাদেশকে ফলোয়নে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। 

এই রিপোর্ট লেখার সময় চা বিরতির পর খেলা শুরু হয়েছে। ৬ উইকেটে ২৪০ রান বাংলাদেশের। উইকেটে লিটন দাস (৭৭) ও মিরাজ (৩) ছিলেন। তখনও বাংলাদেশ ১৫৫ রানে পিছিয়ে। 

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ গতকাল ১২৬ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম কোনো সিদ্ধান্ত দেননি। আজ সকালে তিনি বাংলাদেশকে আবারো ব্যাট করতে নামার আহবান জানান। 

বাংলাদেশের ওপেনার সাদমান ২১ রান করেছেন এই ইনিংস। আর অভিষেক টেস্ট খেলতে নামা নাইম শেখের স্কোর ২৪। নাজমুল হোসেন শান্ত ২৯ ও মুমিনুল হক ৩৭ রানে আউট হয়েছেন। নুরুল হাসান সোহান ও লিটন জুটি বাঁধেন ৬ষ্ঠ উইকেটে। ৬০ রানের জুটি ছিল। এটাই বড় জুটি এখন পর্যন্ত। সোহান ভাল খেলছিলেন। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রানে। 

Link copied!