প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জের আরিফুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৭:৫২ পিএম

প্রশংসায় ভাসছেন কিশোরগঞ্জের আরিফুল

আরিফুল ইসলামের জন্ম কিশোরগঞ্জে। ২০০৪ সালে তিনি পৃথিবীর আলো বাতাসে আসেন। ক্রিকেটার হবেন এটা জানা ছিল না হয়তো। কিন্তু একটি ইনিংস তার পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। মাত্র ১৭ বছর বয়স। এখনো অনেক সময় হাতে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সোমবার ১০০ রানের একটি ইনিংস খেলেছেন। সেখানে স্ট্রোক খেলায় মুন্সিয়ানা দেখিয়েছেন। এতেই বিশ্ব মঞ্চের চোখ পরেছে। 

বাংলাদেশ পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচটি পাকিস্তানের কাছে হেরেছে ৬ উইকেটে। এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পঞ্চমও হতে পারল না গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। মাত্র ১৭৫ রান করেছিল যুবারা। তারমধ্যে আরিফুলেরই ১০০! ১১৯ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় দ্বীপে (অ্যান্টিগা) চলমান যুব বিশ্বকাপের ম্যাচে। এর আগে তার এমন ইনিংসই নেই। সেই আরিফুল চমকে দিলেন সবাইকে। 

ধারাভাষ্যকার থেকে শুরু করে যারাই আরিফুলের ইনিংসটি দেখছেন প্রশংসা করছেন। তবে একটি কথা কেউ ভুলছেন না। আর সেটা হচ্ছে যত্ন নিতে হবে। শট খেলার প্রবণতা যেমন আছে। তেমন নিজেকে নিয়ন্ত্রণও করতে পারেন তিনি। বড় ব্যাটসম্যান হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  

Link copied!