বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচিতদের তালিকা

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ০২:২০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচিতদের তালিকা

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল এখনও ঘোষণা হয়নি। তবে বেসরকারি হিসেবে ফল চলে এসেছে বেশিরভাগ।

ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও এনায়েত হোসেন সিরাজ।

 ক্যাটাগরি ৩-এ ধারণা করা হচ্ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে যে ছিলেন নামি কোচ নাজমুল আবেদিন ফাহিম।

কিন্তু এই ক্যাটাগরিতেও শেষ পর্যন্ত কোনোই লড়াই হলো না। বেসরকারিভাবে পাওয়া ফলে দেখা যাচ্ছে, নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে হারিয়েছেন সুজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শেষ হয়েছে। রিটার্নিং অফিসার আলী রেজা ভোটের ফল প্রকাশ করেছেন। পূর্ণ ফলাফল - 

 

১- দুর্জয় ১৭, টিটু ১৭

 

* সাইফুল ৭ পাইলট ২

ক্যাটাগরি ২

নাজমুল হাসান (৫৩) (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (৫৩) (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ(৫১) (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব), মাহবুব উল আনাম (৪৭)ও মাসুদুজ্জামান (৫) (মোহামেডান স্পোর্টিং ক্লাব- তিনি সরে দাঁড়িয়েছেন তবে ব্যালটে তার নাম থাকবে), ওবায়েদ রশিদ নিজাম (৫১) (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (১০) (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী(৪৯) (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক(৫২) (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন(৫৩) (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা(৫০) (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (৫০)(ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের(৪৯) (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান(৬) (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), রফিকুল ইসলাম (১০)(গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (৪৬) (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)।

 

ক্যাটাগরি -৩

সুজন ৩৭, আবেদিন ৩

 

Link copied!