বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করেছেন নেপালের কোচ কুমার থাপা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৪:৪৩ এএম

বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করেছেন নেপালের কোচ কুমার থাপা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে হারায় নেপালের নারী দলের কোচ কুমার থাপা পদত্যাগ করেছেন।

এর আগে বাংলাদেশ সময় বিকলে সোয়া ৫ টায় নেপালের কাঠমান্ডুত দশরথ স্টেডিয়ামের সাফের ফাইনাল খেলা শুরু হয়। এতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ।

শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর জোড়া গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার। তবে এই হারের ধাক্কা সামলাতে না পেরে পদত্যাগ করেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে ছিল নেপাল। আগের ৮ দেখাতেও কোনো জয় পায়নি বাংলাদেশ। ৬টি হারের বিপরীতে ড্র করেছে ২ ম্যাচে। তবে ফাইনাল নিশ্চিত করেই ইতিহাস বদলানোর ঘোষণা দেন বাংলাদেশের মেয়েরা। সেই কথা অবশেষে দেশকে শিরোপা জিতিয়েই রেখেছেন তাঁরা। আর বাংলাদেশের সফলতার বিপরীতে ব্যর্থতার দায় নিয়ে সরে গেলেন নেপাল কোচ।

সরে যাওয়ার ঘোষণা দিয়ে কুমার থাপা বলেছেন, ‘আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তবে আর আগানো উচিত নয়। অন্যদের এখন সুযোগ দেওয়া উচিত। দলে পদ আঁকড়ে পড়ে থাকা ভালো নয়।’

কুমার থাপা আরও যোগ করে বলেছেন, ‘প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’

সোমবার বিকাল সোয়া ৫টায় খেলা শুরু হওয়ার মাত্র ১৪ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোল দিয়ে লিডে থাকে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় গোল ৪১ মিনিটে। পরে ৭০ মিনিটে নেপাল এক গোল শোধ করে। তবে খেলার শেষ প্রান্তের দিকে ৭৭ মিনিটে আবারও বাংলাদেশ শিবিরে উৎসব। মনিকা চাকমার ডিফেন্সচেরা পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন কৃষ্ণা রানী সরকার। তৃতীয় গোল দেয় লাল সবুজের মেয়েরা।

Link copied!