বাংলাদেশের টার্গেট ২৯৯ রান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২১, ০৫:০৬ পিএম

বাংলাদেশের টার্গেট ২৯৯ রান

হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ওয়ানডে ম্যাচে ২৯৯ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে চাইলে বাংলাদেশকে এই লক্ষ্য পূরণ করতে হবে। ২০০৯ সালের পর দেশের বাইরে ওয়ানডে সিরিজে কোনো দেশকে ধবলধোলাই করার সুযোগ সাকিবদের। 

টসে জিতে তামিম ইকবাল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। চাকাভা (৮৪), রাজা (৫৭) ও রায়ানের (৫৯) ব্যাটে ভর করে জিম্বাবুয়ে বিশাল স্কোর গড়ে তোলে। সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান সমান ৩টি করে উইকেট পেয়েছেন। জিম্বাবুয়ে ৪৯.৩ ওভারে অলআউট হয় ।

৩ ম্যাচের সিরিজ এটি। বাংলাদেশ ২-০ তে এগিয়ে রয়েছে। জিম্বাবুয়ের হোয়াইওয়াশ এড়ানোর লড়াই এটি।  

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন ঘটেছে। শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। মেহেদী হাসান মিরাজ হাতের চোটে বিশ্রাম পেয়েছেন। তার পরিবর্তে সোহানকে নেওয়া হয়েছে। 

এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওয়ানডেতে গোড়ালির চোটে খেলতে পারেননি মোস্তাফিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।  আগে সিরিজ নিশ্চিত হয়ে গেলেও ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়াতে এটি গুরুত্বপূর্ণ। 

Link copied!