টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াামে আজ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ওমানে নিজেদের কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগাররা। ইতিমধ্যে তিন দিন অনুশীলনও করেছে তারা। আর প্রস্তুতি শেষে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ আশার কথা বলেছেন। তিনি প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নাসুম বিশ্বকাপের একাদশে জায়গা পাবেন এ ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,‘ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতির মতো করে আমরা প্র্যাক্টিস করছি। খুব ভালো লাগছে। বোলিংও খুব ভালো করেছি, আলহামদুলিল্লাহ।
আইসিসির মাসের সেরা হওয়ার পথে নাসুম। এ ব্যাপারে তিনি,‘ আসলে বিষয়টা আমিও জানতাম না। কালকে প্র্যাক্টিসের পর হোটেলে যাওয়ার পর জেনেছি। আমি বিষয়টা বুঝিও নাই যে জিনিসটা কী। অনেকের সঙ্গেই কথা বলেছি, মুশফিক ভাইয়ের সঙ্গে বেশি কথা বলেছি। যে ভাই এটা কী বা এই সেই। তো উনি বলল যে তোকে নমিনেশন দেওয়া হয়েছে, এখন সবাই ভোট দিবে। এরপর তুই বেশি পেলে প্লেয়ার অব দ্য মান্থ দেবে। আমি এখনো বুঝে উঠতে পারছি না জিনিসটা আসলে। হয়তো এটা অনেক সম্মানের বিষয়, আলহামদুলিল্লাহ। লাস্ট সিরিজগুলো ভালো খেলছি, হয়তো তার পুরস্কার। পারফর্ম যেকোনো জায়গায় করলে পরের ধাপের জন্য ভালো হয়। আমি প্রত্যেকটা ম্যাচই মনে করি আজকে পারফর্ম করলে কালকেরটা আরও ভালো হবে। ওই দুইটা সিরিজ খুব ভালো করেছি, দলের জন্য কিছু করতে পেরেছি। অবশ্যই এটা বিশ্বকাপে খুব ভালো সমর্থন ও আত্মবিশ্বাস দেবে। অনেক বেশি চিন্তা করাও উচিত না। আমার একটাই ভাবনা আমার স্পেলে যেন সাত আটটা বল ডট দিতে পারি। আমার এটাই লক্ষ্য। আমি এত কিছু নিয়ে চিন্তাও করি না। আমার একটাই চিন্তা ডট বল করা। এখন ডট বলের জন্য কী করা লাগবে ওটাই এপ্লাই করবো মাঠে ব্যাটসম্যানদের বিপক্ষে ‘
কোয়ারেন্টাইন ইস্যুর কারণে প্রথমে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছিলো বাংলাদেশ। কিন্তু ওমানে যাবার পর ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ওমান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
অনুশীলন ম্যাচের পর ৯ অক্টোবর দুবাই যাবে টাইগাররা। সেখানে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা দলের সাথে যোগ দিবেন।
বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো ১৫ অক্টোবর ওমানে আসবে মাহমুদুল্লাহ রিয়িাদের দল। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।