ক্যাপ্টেনস নক যাকে বলে! কিন্তু ৩ রানের আক্ষেপ থাকবে ক্রেইগ ব্রাথওয়েটের। ৯৭ রানে রান আউট হলেন। কিন্তু জেসন হোল্ডারের সঙ্গে ৬ষ্ঠ উইকেটে ৯৬ রানের জুটি গড়েন। হোল্ডার ৫৮ রানে ফেরেন। কিন্তু দিন শেষে কিছুটা স্বস্তি ক্যারিবীয়দের।
পাকিস্তান প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষ হওয়ার আগে ২ রানে ২ উইকেট হারায়। আর কাল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৫১ রান তুলে।
২ টেস্ট সিরিজের প্রথমটি চলছে। ওয়েস্ট েইন্ডিজ ৩৪ রানের লিড পেয়েছে। উইকেটে অপরাজিত আছেন জসুয়া ডি সিলভা ২০ ও জোমেল ওয়ারিক্যান ১ রানে। মোহাম্মদ আব্বাস ৩টি, শাহেনশাহ আফ্রিদি ২ ও ১টি করে উইকেট ফাহিম আশরাফ ও হাসান আলির।