৪১তম ওভারে মেহেদি হাসান রানার শেষ বলে লং অফে শট খেলে রান নিতে গিয়েও থমকে দাঁড়ান। বল দেখে আবার দিলেন দৌড়। ৯৯ থেকে একশ স্পর্শ করছেন বলেই ইমরুল কায়েস একদম নিশিত হয়েই রানটা নিতে চাইলেন। শেষ পর্যন্ত তাই হলো।
শুক্রবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা ইমরুল। সেঞ্চুরি করতে বল খেলেন ১২৭টি। চারের মার ছিল ১১টি, কোনো ছয়ের মার ছিল না। হাফ সেঞ্চুরি করেছিলেন ৭০ বলে।
এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছিলেন মাশরাফি মুর্তজা। সেই ম্যাচে তার বিপক্ষে ব্যাট হাতে রাঙিয়ে রাখলেন ইমরুল। আরেক ওপেনার সাইফ হাসানও পারতেন সেঞ্চুরি তুলতে। কিন্তু ৭৮ রানের সময় রানার বলে তার হাতেই ক্যাচ তুলে দেন সাইফ।
ইমরুলে সেঞ্চুরি আর সাইফের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪৩ ওভারে ২৩৮ রান করে শেখ জামাল। ফেরার ম্যাচে মাশরাফি সুবিধা করতে পারেননি, এখন পর্যন্ত ৯ ওভারে ৪৯ রান দিয়ে নেন ১ উইকেট।