শুধু টসটিই হেরেছে বাংলাদেশ, আর বাকিটা যেন জেতার লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে তারা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ককে ব্যাটিং স্বর্গ বলা হয়ে থাকে। এই মাঠেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। এবার সিরিজ নির্ধারণী ম্যাচে এখন ইতিহাস গড়ার সামনে তামিম ইকবালরা। সেই রেকর্ড যেন করার ক্ষুধা টাইগারদের মনে। ব্যাট করতে নেমে রীতিমত ধূঁকছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনীর অন্যতম ব্যাটার ওপেনার কুইন্টন ডি কক ফিরে গেছেন ককাতে ককাতেই। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাঁধা হতে পারতেন কক।
এই মাঠেই বড় বড় ইনিংসগুলো খেলেছিলেন তিনি। এই বিধ্বংসী ওপেনারকে প্রথম পাওয়ার প্লেতে ফিরিয়ে দিয়েছেন মায়াবী বোলার মেহেদী হাসান মিরাজ। মিরাজের পর তাসকিন-সাকিবের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত এখন প্রোটিয়া শিবির। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর (২১ ওভারে ৯০/৫)
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা।
উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন ইয়ানেমান মালান ও ডি কক। শুরু থেকে বাংলাদেশি পেসারদের ওপর চাপ সৃষ্টি করে ব্যাট করেন তাঁরা। বেশ কয়েকটা বাউন্ডারিও হাঁকান এই দুই ব্যাটার। তাদের ৪৬ রানের জুটি ভেঙে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দেন মিরাজ। ৮ বলে ১২ করা ডি কককে লং অফে থাকা মাহমুদউল্লাহর তালুবন্দী করেন এই স্পিনার।
প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে স্বাগতিক ব্যাটাররা। দ্বিতীয় উইকেটের জুটিতে মালানের সঙ্গে ২০ রানের জুটি গড়েন নতুন ব্যাটার কাইল ভেরেইন। দলীয় ৬৬ রানের মাথায় তাসকিনের নিচু হওয়া বলে ইনসাইড এইজে বোল্ড হন ১৬ বলে ৯ রান করা ভেরেইন। নিজের পরের ওভারে থিতু হওয়া ব্যাটার মালানকেও (৩৯) ফেরান তাসকিন।