লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ফিনালিসিমায় ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচে মেসি ২টি অ্যাসিস্ট করেন। গোলবঞ্চিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসি একাই দিয়েছেন ৫ গোল।
এটি তার ক্যারিয়ারে ৫৬তম হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ৮৬টি। ফেরেঙ্কা পুসকাসকে ছাড়িয়ে গেছেন এই আর্জেন্টাইন জাদুকর। মেসি জাতীয় দলের গোলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।
ক্রিস্টিয়ানো রোনালদো ১১৭ গোল নিয়ে রয়েছেন তালিকার শীর্ষে। তিনি ক্লাব ও জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলদাতা।
মেসি বার্সেলোনার হয়ে ১ ম্যাচে ৫ গোল করেছিলেন ২০১২ সালে লেভারকুসেনের বিপক্ষে। এবার জাতীয় দলের হয়েও সে কৃতিত্ব দেখালেন।