ম্যানচেস্টার ডার্বিতে নজর সেই রোনালদোতে

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৬, ২০২১, ০৫:০৩ পিএম

ম্যানচেস্টার ডার্বিতে নজর সেই রোনালদোতে

 

গত মরশুমে লিগে জোড়া সাক্ষাতেই পেপ গুয়ার্দিওলাকে টেক্কা দিয়েছিলেন ওলে গানার সোলকজার। মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঘরের মাঠে গোল শূন্য ড্র করার পর এতিহাদে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ম্যান ইউ। শনিবার সেই ছন্দ ধরে রেখেই আরও একবার সিটিজেনদের টেক্কা দিতে মরিয়া রেড ডেভিলস। আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ম্যান সিটির বিরুদ্ধে ইউনাটেডের ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো। যাঁকে নিয়ে মরশুমের শুরুতে দু’ক্লাবের মধ্যে চলে টানাপোড়েন। তাই শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বিতে পর্তুগিজ মহাতারকার উপরই নজর থাকবে গোটা বিশ্বের।

মরশুমের শুরুতে জুভেন্তাস ছেড়ে একটা সময় নীল ম্যাঞ্চেস্টারে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে শেষ মুহূর্তে অ্যালেক্স ফার্গুসনের হস্তক্ষেপে পাশা বদলে বাজিমাৎ ইউনাইটেডের। এক যুগ পর ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন ঘটে পর্তুগিজ মহাতারকার। তাঁর হাত ধরেই নতুন করে খেতাব জয়ের স্বপ্ন দেখছেন ম্যান ইউ সমর্থকরা। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে রোনালদো গোলের ফুলঝুড়ি ফোটাচ্ছেন। ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ইতিমধ্যেই তাঁর নামের পাশে রয়েছে ৯টি গোল। এই ধারাবাহিকতা বজায় রেখেই শনিবার ম্যাঞ্চেস্টার ডার্বির রং লালে মুড়তে বদ্ধপরিকর সিআরসেভেন।

 

আজ বিদেশি ফুটবলে

ইপিএল

ম্যান ইউ : ম্যান সিটি (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট )

চেলসি : বার্নলে (রাত ৯টা)

ব্রাইটন : নিউকাসল (রাত ১১টা ৩০ মিনিট)

লা লিগা

 

সেলতা ভিগো : বার্সেলোনা

(রাত ৯-১৫ মিনিটে)

রিয়াল মাদ্রিদ : রায়ো ভায়েকানো (রাত ১-৩০ মিনিটে)

সিরি-এ

 

জুভেন্তাস : ফ্লোরেন্তিনা

(রাত ১১টা মিনিটে)

ফরাসি লিগ

 

বরডেয়ক্স : পিএসজি 

(রাত ২টা মিনিটে)

Link copied!