কোপা আমেরিকায় আর্জেন্টিনার নায়ক এখন লিওনেল মেসি ও গোলকিপার মার্টিনেজ। এই আসরে মেসি ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন। তবে আজ কলম্বিয়ার সাথে খেলতে গিয়ে ঝুঁকি নিতে হলো মেসিকে। বাজে ট্যাকলের শিকার হয়েও মাঠ ছাড়েননি। খেলেছেন তিনি। দল ফাইনালে উঠেছে আর তিনিও খুশি হয়েছেন।
মেসি কলম্বিয়ার ম্যাচেও অ্যাসিস্ট করেছেন। তবে গোল পেতে পারতেন। বেরসিক পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে। বাজে ট্যাকলের শিকার হয়েছেন কয়েকবার। আর একবার বাজেভাবে আঘাত পান মেসি। গোড়ালি কেটে রক্তও বের হয়েছে। চিকিৎসক হালকা ব্যথানাশক দিয়ে মাঠ ত্যাগ করেন। মেসি খেলা চালিয়ে যান।
আবার মেসি টাইব্রেকে প্রথম শটটিও নিয়েছেন। আর সেখানেও তিনি সফল। তবে এমন ভাবে খেলতে গিয়ে মেসির বড় ইনজুরি হতে পারতো। এদিকে ১১ জুলাই মারাকানায় ফাইনাল রয়েছে। অবশ্য চোট খুব মেজর কিছু নয়।