সেন্ট লুসিয়ায় সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও হেরে গেল অস্ট্রেলিয়া। ১৬ রানের জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতল ৪-১ ব্যবধানে। হারের ব্যবধান দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া কাছাকাছি ছিল। কিন্তু নিয়ন্ত্রণ পুরো ম্যাচেই ক্যারিবীয়দের।
ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে টানা ৩ ম্যাচ জেতে। সিরিজ আগেই তারা নিশ্চিত করেছিল। চতুর্থ ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল। কিন্তু পঞ্চম ম্যাচে সেই আগের গল্পই।
টসে জিতে ব্যাট নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাঁ-হাতি ওপেনার এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল ২০০ পার হয়ে যাবে। লুইস ৩৪ বলে ৭৯ রান করেন। ৪টি চার ও ৯টি ছক্কায় সাজানো ইনিংস। ক্রিস গেইল ৭ বলে ২১ রান করে আউট। ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান ক্যারিবীয়দের।
জবাবে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৮৩ রান করেছে। অ্যারন ফিঞ্চ ৩৪ ও মিচেল মার্শ ৩০ রানে আউট হন। ম্যাথু ওয়েড থেমেছেন ২৬ রানে। শেলডন কোটরেল ও আন্দ্রে রাসেল ৩টি করে উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ২১, ২৩ ও ২৫ জুলাই ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। তারপর অস্ট্রেলিয়ার ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে।