আগামী ১৪ থেকে ২৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। গতকাল ভার্চুয়াল সভা শেষে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই সাফ চ্যাম্পিয়নশিপের আসর আয়োজন করতে চান তারা। এ বিষয়ে সাফের অন্তর্ভুক্ত দেশগুলো একমত হয়েছে।
আগস্ট মাস থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হবে। তাই এ মাঠে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। সাফের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিলেট কিংবা চট্টগ্রামের মাঠে সাফের খেলা অনুষ্ঠিত হতে পারে।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে সাতটি দেশের মধ্যে দুটি দেশ অংশ নিচ্ছে না। ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে পাকিস্তান। চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করা হলে খেলবে না ভুটান। অর্থাৎ স্বাগতিক বাংলাদেশসহ পাঁচটি দেশকে নিয়েই বসবে সাফের আসর। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপ খেলবে।