ইউরোপে সেরা লাতিন ফুটবলারের তালিকায় নেইমার শীর্ষে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৬:৪৪ পিএম

ইউরোপে সেরা লাতিন ফুটবলারের তালিকায় নেইমার শীর্ষে

অনেকেই বলেন, নেইমার সময়ের সেরা তবে মেসি সর্বকালের সেরা। তাইতো, এই দুই তারকা নিয়ে তর্ক-বিতর্ক চললেও তুলনা চলে না।

মূল কথায় আসা যাক। বিশ্বকাপ জিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। মেসির মতো নেইমারও বিশ্বকাপের আগের সময়টুকু দারুণ খেলেছেন। ব্রাজিলের হয়ে যদিও তাঁর বিশ্বকাপটা ভালো যায়নি। তারপরও শুধু ফ্রান্সে নয়, ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে সেরা লাতিন ফুটবলার নেইমার। মেসি আছেন তাঁর পরপরই।

ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটাজাভিয়ার টুইটারে জানিয়েছে, পিএসজির মোট ৩৪টি গোলে নেইমারের অবদান আছে। মেসির অবদান ৩২ গোলে। নেইমার গোল করেছেন ২১টি, গোলে সহায়তা দিয়েছেন ১৩টিতে। গোলে সহায়তায় অবশ্য মেসি অনেক এগিয়ে। তিনি ১২ গোলের বিপরীতে গোলে সহায়তা দিয়েছেন ২০টিতে।

নেইমার আর মেসির পরের অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তিনি রিয়াল মাদ্রিদের মোট ২২ গোলের অংশ। ভিনি নিজে গোল করেছেন ১৩টি, গোলে সহায়তা ৯টিতে।

Link copied!