ইংলিশ সিংহ বধের ম্যাচে বাংলাদেশের পুঁজি ১২৪

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৫:৪৯ পিএম

ইংলিশ সিংহ বধের ম্যাচে বাংলাদেশের পুঁজি ১২৪

আবারো সেই পুরনো বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতেই ধ্বসে পড়ার পুরনো ঐতিহ্য যেন ফিরে এসেছিল আবার। শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু ওই শেষ। প্রথম ওভারে লিটন হাত খুলে খেলেন। কিন্তু তৃতীয় ওভারেই থেমে যায় সব। ইংলিশ স্পিনার মঈন আলীর বলে ক্যাচ দিয়ে লিটন ফেরেন সাজঘরে। তখন দলীয় স্কোর ১৪। পরের বলেই ক্যাচ দিয়ে আউট নাঈম। এবারও মঈন আলী। মঈনের স্পিন বিষে নীল বাংলাদেশ।

তৃতীয় উইকেট পতনেও বেশি দেরি হয়নি। ৩৬ রানের মাথায় আউট হন সাকিব। এবারও ক্যাচ। ক্রিস ওকসের বলে আদিল রশিদকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব।

তারপর দুই ভায়রা ভাই মিলে খানিকটা প্রতিরোধের চেষ্টা করেন। নিয়মিত রান তোলার চেষ্টায় তারা সিঙ্গেলে নজর দেন। তবে তাদের প্রতিরোধ ইংলিশ বোলারদের খুব একটা বিরক্তির উদ্রেক করেনি। ৬৩ রানের মাথায় ইনিংসের মাঝপথে এলবিডব্লিউ হয়ে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে ফেরেন মুশফিক।

মুশফিক আউট হওয়ার মাত্র ১০ রান পরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিকের মতো তিনিও ইংলিশ বোলার লিভিংস্টোনের শিকার। তবে এবার ক্যাচ। এরপর আফিফ হোসেন ধ্রুব মাত্র ৫ রান করে রান আউট হয়ে ফেরেন।

শেষদিকে টেল এন্ডাররা প্রতিরোধের চেষ্টা করলেও খুব একটা সফল হয়নি। নুরুল হাসান সোহান ১৮ বলে ১৬ রান করে ইংলিশ কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। নাসুম আহমেদ অপরাজিত থাকেন ১৯ রানে।

শেষ অবধি বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে।

Link copied!