বিবিসির চোখে বাংলাদেশের জান্নাতুল বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ১১:৫৬ এএম

বিবিসির চোখে বাংলাদেশের জান্নাতুল বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী

অগ্নি দুর্ঘটনার ক্ষত নিয়ে লড়ছেন ২৬ বছর ধরে। ছবি: বিবিসি

চলতি বছর বিবিসির বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, মেয়েদের ব্যালন ডি’অর জয়ী আইতানো বনমাতির সাথে স্থান পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী জান্নাতুল ফেরদৌস। যিনি অগ্নি দুর্ঘটনার ক্ষত নিয়ে লড়ছেন ২৬ বছর ধরে।

১৯৯৭ সাল। তখন জান্নাতুল স্নাতক সম্পন্ন করেন। রান্না করতে গিয়ে ওড়নায় আগুন লেগে পুড়ে যান তিনি। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায় তাঁর। মুখ, শরীরের ওপরের অংশ পুড়ে যায়। চামড়া কুঁচকে গলা-ঘাড়ের সাথে লেগে যায়। তবে প্রাণে বেঁচে যান জান্নাতুল। কিন্তু এ পর্যন্ত চামড়া প্রতিস্থাপনসহ ৫০টি অস্ত্রোপচার করতে হয়েছে।

পোড়া শরীর নিয়ে পোড়া জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জান্নাতুল। লড়াই করছেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায়। পাশাপাশি অগ্নিদগ্ধ নারীদের অধিকারের জন্য ‘ভয়েস অ্যান্ড ভিউজ’ নামে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেছেন।

পরিবার ও বন্ধুদের সহায়তায় ইডেন মহিলা কলেজ থেকে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। তারপর পড়েছেন আইন বিষয়েও। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্স করেন। পাশাপাশি চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন শর্ট কোর্স করেন তিনি। 

বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত জান্নাতুল পাঁচটি শর্ট ফিল্ম তৈরি করেছেন। স্টোরিটেলিংয়ের মাধ্যমে সমাজের প্রতিবন্ধীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন তিনি। তাঁর লেখা তিনটি উপন্যাসও প্রকাশিত হয়েছে। 

বিবিসির বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আরও স্থান পেয়েছেন- মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনি, এআই বিশেষজ্ঞ তিমনিত গেবরু, নারীবাদের আইকন গ্লোরিয়া স্টেইনেম, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

Link copied!