ইন্টারনেটের গতিতে একটা লাফ দিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে ১১৯তম অবস্থানে এসেছে।
বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে প্রতি মাসে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। এই প্রতিবেদনে, সবার ওপরে রয়েছে কাতার। দেশটি এক ধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে। আর বাংলাদেশের পরেই জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনিজুয়েলা ও আফগানিস্তানের অবস্থান।
মোবাইল ইন্টারনেটে গতির দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম। দেশটিও ৮ ধাপ এগিয়েছে। আর ৩ ধাপ এগিয়ে পাকিস্তান ১১৪তম অবস্থানে এসেছে। এছাড়া শ্রীলঙ্কা ১১৮তম ও ৯ ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ। বাংলাদেশের পেছনে রয়েছে শুধু নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম।