সমাবেশ করেন, বসে থাকুন, অসুবিধা নেই; বিশৃঙ্খলা হলেই পুলিশি অ্যাকশন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০৭:০৪ পিএম

সমাবেশ করেন, বসে থাকুন, অসুবিধা নেই; বিশৃঙ্খলা হলেই পুলিশি অ্যাকশন

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সমাবেশ করেন, বসে থাকেন কোনো অসুবিধা নেই। বিশৃ্ঙ্খলা হলেই কিন্তু পুলিশ বসে থাকবে না।’

বুধবার মাদারীপুরে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় আচমত আলী খান ফাউন্ডেশন ওই ক্যাম্পের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুনেছি বিএনপি ঐক্যজোট বড় বড় সভা করবে। ঢাকায় নাকি তারা ৩০ লক্ষ লোক নিয়ে যাবেন, সেখানেই বসে থাকবেন এবং সেখানেই নাকি তারা সরকার গঠন করবেন। বসে থাকুন, কোনো অসুবিধা নেই। তবে বিশঙ্খলা করলে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু বসে থাকবে না। তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। তারা সেই কাজটি করবেন।’ 

জনগণের ওপর প্রধানমন্ত্রীর আস্থা আছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না। কিংবা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগ।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই-মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ এখানে আর কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশ আবারো নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। আবার নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে আমাদের যে স্বপ্ন উন্নত বাংলাদেশ সেইখানে আমরা চলে যাব। সারা দেশের মানুষ এটা বিশ্বাস করে যে, তারা আর সেই অন্ধকারে ফিরে যেতে চায় না। তারা চায় উন্নত বাংলাদেশ।

আয়োজক ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়া শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তানভীর হাসান ছোট মনির এমপি।

Link copied!