ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২২, ০৪:২০ পিএম

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ৬ জনকে যাবজ্জীবন ও ৭ জন বেকসুর খালাস পেয়েছেন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন- নন্দ দুলাল, রুবেল শর্মা, আয়াজ, নুরুল আমিন, নিজামুদ্দিন ও সাগর দেব। খালাস পেয়েছেন- শাহজাহান মিয়া, রাজীব, আবদুল্লাহ, লিটন মিয়া, সাফানুর করিম, আবদুল্লাহ আল মামুন ও কামাল।

আজ বেলা পৌনে ১টা দিকে কক্সবাজার আদালতে আনা হয় আসামিদের। এরপর তাদের জেলা দায়রা জজ আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। এরপর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় পড়া শুরু করেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে ছেলের হত্যার রায় শুনতে সিনহার মা নাসিমা আক্তার এখন কক্সবাজারে। মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই সিনহা হত্যা মামলায় রায় শুনতে সকালে মাকে নিয়ে আমরা উত্তরার বাসা থেকে রওনা হই। এখন আমরা কক্সবাজারে।’

এর আগে সকালে আদালতে হাজির হন সাবেক ওসি প্রদীপের আইনজীবী সমীর দাস গুপ্ত। তিন বলেন, ‘ওসি প্রদীপ খুনের নির্দেশ দিয়েছেন কিংবা পরিকল্পনা করেছেন, তার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করতে পারেনি। তাই আমরা আশা করি, আদালত ওসি প্রদীপ বেকসুর খালাস দেবেন।’

Link copied!