গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে পরিচালিত গণটিকা কার্যক্রমে যারা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছিলেন কেবল তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানানো হয়েছে, গণ টিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখানই নিতে হবে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে গণ টিকাদান কর্মসূচি চালানো হয়। সেসময় ৮২ লাখের বেশি মানুষ চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছিলেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদমাধ্যমকে এই দ্বিতীয় ডোজ টিকদান প্রসঙ্গে জানান, এ বিষয়ে সবখানে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ টিকা যেভাবে পেয়েছে সেভাবেই দ্বিতীয় ডোজ পাবে। কিন্তু যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে, সেখানে ওইদিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলেছি।
তিনি আরো বলেন, মূলত ২৮ তারিখেই টিকা দেওয়া হবে। কিন্তু কিছু প্রত্যন্ত এলাকায় হয়ত দুয়েকদিন দেরি হতে পারে। কেউ টিকা নিতে না পারলে সে পরবর্তীতে মূল কেন্দ্রে গিয়ে টিকা নেবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ২ কোটি ৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষের।
এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৬ লাখের বেশি মানুষ।