ডা. মুরাদের বিরুদ্ধে যেসব অভিযোগ স্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০৮:০২ পিএম

ডা. মুরাদের বিরুদ্ধে যেসব অভিযোগ স্ত্রীর

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার(৬ জানয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি।

লিখিত অভিযোগে ডা. জাহানারা এহসান বলেন, ‘বিবাদী ডা. মুরাদ হাসানের সঙ্গে বিগত ১৯ বছর যাবত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিবাদী আমার স্বামী। তিনি বর্তমানে সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি কারণে-অকারণে আমাকে এবং আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।”

লিখিত অভিযোগে ডা. জাহানারা এহসান  আরও বলেন, “সর্বশেষ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে পূর্বের ন্যায় আমাকে ও সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে আমি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাই।  ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যেকোনো সময় ক্ষতিসাধন করিতে পারে।”

প্রসঙ্গত,ঢাকাই চলচ্চিত্রের এক অভিনেত্রীর সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাপের মুখে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে এক জরুরি সভায় মুরাদ হাসানকে স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় জামালপুর জেলা শাখা আওয়ামী লীগ।

Link copied!