বাসে হামলা করতে গিয়েই চাপা পড়েন মাইনুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৩৮ এএম

বাসে হামলা করতে গিয়েই চাপা পড়েন মাইনুদ্দিন

রাজধানীর রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রামপুরা ও কুমিল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

গ্রেপ্তারকৃতরা হলেন, অগ্নিকাণ্ডের অন্যতম হোতা মনির হোসেন (৫৪), হৃদয় হাসান পারভেজ (১৯), আলাউদ্দিন সিফাত (২৫), নাঈম হাসান মীর (২৪)।

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এদিকে র‌্যাবের তথ্য বলছে, ২৯ নভেম্বর রামপুরায় বাস চাপায় নিহত মাইনুদ্দিন ইসলাম অনাবিল বাসে হামলা করতে গিয়ে বাসচাপায় নিহত হন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পরই সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।

এসময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হাতিরঝিল থানায় ও রামপুরা থানায় পৃথক দু’টি মামলা করে।

Link copied!